Newtown Encounter: চাঞ্চল্যকর তথ্য! সুখবৃষ্টি আবাসনে ভাড়া নেওয়া সুমিত কুমার গ্যাংস্টারদের সাহায্যকারী ভরত কুমারের আত্মীয়

Continues below advertisement

গতকাল নিউটাউনের (Newtown) আবাসনে পুলিশি এনকাউন্টারে নিহত হয় পঞ্জাবের ২ কুখ্যাত দুষ্কৃতী। জানা গেছে ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়েছিল সুমিত কুমার (Sumit Kumar) নামে এক ব্যক্তির নামে। এই সুমিত কুমার হরিয়ানার বাসিন্দা। সুমিত কুমার মৃত গ্যাংস্টারদের সাহায্যকারী ভরত কুমারের (Bharat Kumar) আত্মীয়। ভরত কুমারকে গ্রেফতার করা হয় সোমবার। তার সূত্র ধরেই নিউটাউনের আবাসনে দুষ্কৃতীদের খোঁজ পায় পুলিশ। পলাতক সুমিত কুমার। তার খোঁজ চালাচ্ছে পাঞ্জাব ও কলকাতা পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram