Kolkata Bus: ভাড়া বাড়ানোর দাবি, কাল বেসরকারি বাস পথে নামা নিয়ে সংশয়
আগামীকাল বেসরকারি বাস পথে নামা নিয়ে সংশয়। পুরনো ভাড়ায় চালানো যাবে না বাস। ডিজেলের অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে পুরনো ভাড়ায় চালানো সম্ভব নয়। দাবি বাস-মিনিবাস সংগঠনগুলির। পুরনো ভাড়া বজায় থাকলে কাল পথে নাও নামতে পারে বেসরকারি বাস। পরিবহণ দফতর এবিষয়ে নতুন নির্দেশিকা দেয় কিনা সেই অপেক্ষায় সংগঠনগুলি। আগামীকাল থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে সরকারি-বেসরকারি বাসের পথে নামার কথা।
বাস মালিক সংগঠনগুলির তরফে জানানো হয়েছে, "তেলের দাম বিপুল পরিমাণে বৃদ্ধির কারণে পুরনো ভাড়ায় রাস্তায় বাস নামালে আমাদের তেলের দাম উঠবে না। সেই ক্ষেত্রে যদি পরিবহন মন্ত্রী কোনও গাইডলাইন না দেন তাহলে গাড়ি রাস্তায় নামানো সম্ভব না। এমনিতেই বাসগুলো বসে থেকে থেকে অনেক যান্ত্রিক ত্রুটি হয়েছে। ব্যাটারি বসে গিয়েছে, টায়ার টিউব বসে গিয়েছে, ইঞ্জিন অয়েল বদল করতে হবে। এক একটা বাস রাস্তায় নামানো ১৫-২০ হাজার টাকা খরচ হবে। এত টাকা খরচ করে রাস্তায় বাস নামানো সম্ভব না।
অন্যদিকে রাজ্য সরকারের অনুমতি না নিয়েই ভাড়া বাড়িয়ে দিল উবের। গতকাল ভাড়া বাড়াতে চেয়ে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল উবের। রাজ্য তাঁদের চিঠি দিয়ে আবেদন করতে বলেছিল। কিন্তু সেই চিঠি রাজ্যের কাছে আসার আগেই বাড়ল ভাড়া। চলতি সপ্তাহেই দুই অ্যাপ ক্যাব সংস্থাকে ডেকে পাঠাচ্ছে পরিবহন দফতর। ভাড়া নিয়ন্ত্রণের জন্য শীঘ্রই আসতে চলেছে নির্দেশিকা। করোনা আবহে প্রতি কিলোমিটারে ১০ টাকার পরিবর্তে অ্যাপ ক্যাবের ভাড়া বেড়ে হল ১৪ টাকা ৭০ পয়সা। তবে টাইম চার্জ কমিয়ে এক টাকা করা হয়েছে। সব মিলিয়ে অ্যাপ ক্যাবের ভাড়া বাড়ল ১৫ শতাংশ।