Nusrat-Nikhil Marriage Controversy: 'বিয়ের গয়না আটকে রেখেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টও ব্যবহার করেন নিখিল', বিস্ফোরক নুসরত

Continues below advertisement

জল্পনার অবসান। নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন নুসরত জাহান। বিবৃতি দিয়ে তিনি দাবি করেছেন, নিখিলের সঙ্গে বৈবাহিক সম্পর্কে নয়, ছিলেন লিভ-ইন রিলেশনে। ফলে বিবাহবিচ্ছেদের প্রশ্নই ওঠে না। তুরস্কে বিয়ের প্রসঙ্গ উল্লেখ করে নুসরত জাহান (Nusrat Jahan) দাবি করেছেন, ওই দেশের বিবাহ আইন অনুযায়ী ওই অনুষ্ঠানের কোনও বৈধতা নেই। যেহেতু এটা দুই সম্প্রদায়ের মধ্যে বিয়ে, তাই ভারতে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে রেজিস্ট্রেশনের প্রয়োজন ছিল। সেটা করা হয়নি। আইনের চোখে এটা বিয়েই নয়। বহুদিন ধরেই আমরা বিচ্ছিন্ন কিন্তু আমি ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে বলতে চাইনি, বিবৃতিতে জানান নুসরত জাহান। পাশাপাশি নুসরত দাবি করেন যে, তাঁর বিয়ের গয়না নিখিল জৈন আটকে রেখেছেন এবং তাঁর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাকি নিখিল জৈন এখনও ব্যবহার করেন। এপ্রসঙ্গে নিখিল জৈন বলেন, "আমি এব্যাপারে কিছু বলতে চাই না। আমি কোর্টে যা ফাইল করার করেছি। আদালতের ব্যাপার নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram