Online Fraud: বুস্টার ডোজের ফাঁদ পেতে অনলাইন প্রতারণা, সতর্ক করছে পুলিশ| Bangla News

Continues below advertisement

'প্রতারকরা মানুষকে প্রতারণার (Fraud) নতুন পদ্ধতি আবিষ্কার করেছে। কোভিডের বুস্টার ডোজ নেবেন কিনা জানতে চেয়ে ফোন কিংবা মেসেজ আসতে পারে। যদি আপনি হ্যাঁ বলেন তাহলে একটি লিঙ্ক পাঠিয়ে তাতে ক্লিক করতে বলা হবে। এরপর আপনার কাছে ওটিপি (OTP) চাওয়া হবে। সাবধান এটি কিন্তু আপনার টাকা হাতিয়ে নেওয়ার পথ। এরকম কোনও ফোন কল বা মেসেজ পেলে লিঙ্ক ডাউনলোড করবেন না। ওটিপিও শেয়ার করবেন না।' ট্যুইট করে সতর্কবার্তা জয়েন্ট সিপি (Joint CP) ক্রাইমের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram