Park Street Hotel Case: 'নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হবে' জানালেন পার্কস্ট্রিট হোটেলকাণ্ডে তদন্তকারী ফরেন্সিক অফিসার

Continues below advertisement

পার্কস্ট্রিট হোটেলকাণ্ডে হোটেল কর্তৃপক্ষকে তলব করল পুলিশ। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের। ডেকে পাঠানো হয়েছে পার্টিতে উপস্থিত কয়েকজন মহিলাকেও। পুলিশ সূত্রে খবর, প্রায় একমাস ধরে পার্টি করছিলেন অভিযুক্তরা। অধিকাংশই কল সেন্টারের কর্মী। অভিযোগ, করোনা বিধির তোয়াক্কা না করে পার্ক স্ট্রিটের অভিজাত হোটেলের তিন ও চারতলার করিডরে গভীর রাত পর্যন্ত চলছিল পার্টি। তারস্বরে বাজানো হচ্ছিল সাউন্ড বক্স। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। ৩৭ জনকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় মার্সিডিজ-সহ দুটি গাড়ি ও অন্যান্য সামগ্রী। উদ্ধার হয়েছে মদ-গাঁজার মতো নেশার সামগ্রী। ধৃতদের বিরুদ্ধে অন্যান্য ধারার পাশাপাশি, বিপর্যয় মোকাবিলা আইনেও মামলা রুজু হয়েছে। হোটেলের বিভিন্ন অংশ থেকে নমুনা সংগ্রহ করছে ফরেনসিক টিম। আজই আদালতে পেশ করা হচ্ছে ধৃতদের।

এক ফরেন্সিক বিশেষজ্ঞ বলেন, "আমরা আমাদের এসওপি অনুযায়ী কিছু এক্সিবিট সংগ্রহ করেছি। সেগুলি ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানোর কথা বলা হয়েছে।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram