Park Street Hotel: পার্ক হোটেলকাণ্ডে জেনারেল ম্যানেজারকে তলব করল লালবাজার

Continues below advertisement

পার্ক হোটেলকাণ্ডে (Park Hotel) এবার জেনারেল ম্যানেজারকে তলব করল লালবাজার (Lalbazar)। পুলিশের দাবি, মহিলাদের নামে বুক করা হয়েছিল হোটেলের ঘর। মাঝেমধ্যেই এই মহিলাদের নামে হোটেলে ঘর বুক করা হত। এমনকি বিদেশিনীদের নামেও ঘর বুক করা হত বলে জানা গেছে। পার্টির আড়ালে কি অন্য কিছু চলত পার্ক হোটেলে, খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় জেনারেল ম্যানেজার ছাড়াও আরও ৯ জনকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে। এদের মধ্যে রয়েছেন ঘটনার দিন হোটেলে উপস্থিত ফ্লোর ম্যানেজার, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার ও পার্টির ডিজে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram