Darjeeling : 'অনেক পাগলামি হয়েছে, এসব বন্ধ হোক', BJP বিধায়কের পৃথক দার্জিলিংয়ের দাবি নিয়ে কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের | Bangla News
Continues below advertisement
এবার পৃথক দার্জিলিংয়ের দাবিতে সরব বিজেপি (BJP) বিধায়ক। বাংলা ভাগের দাবিতে জেপি নাড্ডাকে চিঠি কার্শিয়ঙের বিজেপি বিধায়কের। তাঁর দাবি, যে কোনও মূল্যে পশ্চিমবঙ্গ থেকে দার্জিলিংকে আলাদা করতে হবে।
এ বিষয় তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, ‘এইসব পাগলামি বন্ধ হোক। অনেক পাগলামি হয়েছে। বিমানে করে নেতা এনেছে। বিভিন্ন রকম দাবি তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) আক্রমণ করা হয়েছে। বাংলার মানুষ সবটাই দেখেছে। বাংলার সংস্কৃতি, বাংলার ঐক্যবদ্ধ, এই ধরনের দাবি বিগত দিনেও উঠেছে। আমরা শক্ত হাতে তার মোকাবিলা করেছি। বাংলার মধ্যে থেকে বাংলার মানুষের স্বার্থ রক্ষা করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র লক্ষ্য। তিনি সেটাই করবেন।’
Continues below advertisement
Tags :
JP Nadda BJP West Bengal ABP Ananda Darjeeling Partha Chatterjee ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ WB Poliotics