Pathological Autopsy: এবার SSKM-এ হবে কোভিড আক্রান্তের প্যাথলজিক্যাল অটোপসি, অনুমতি স্বাস্থ্য দফতরের

এবার এসএসকেএমে হবে কোভিডে মৃত ব্যক্তির প্যাথলজিক্যাল অটোপসি। এসএসকেএমে এই অটোপসির অনুমতি দিল স্বাস্থ্য দফতর। আজ থেকে এসএসকেএমে শুরু হবে প্যাথলজিক্যাল অটোপসি। রাজ্যে সব মেডিক্যাল কলেজে এধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য আদর্শ রূপরেখাও তৈরি করেছে স্বাস্থ্যভবন। আগে আরজি কর হাসপাতালে প্রথমবার কোভিডে মৃতের প্যাথলজিক্যাল অটোপসি হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola