Patient Harassment: বেডের আকাল! কলকাতার সাড়ে ১২ ঘণ্টা ধরে ৫ হাসপাতাল ঘুরে মৃত্যু প্রৌঢ়ের

Continues below advertisement

সাড়ে ১২ ঘণ্টা ধরে পাঁচটা হাসপাতাল ঘুরে বেড না পেয়ে এসএসকেএমে মৃত্যু হল রোগীর, অভিযোগ মৃতের পরিবারের। মৃত শ্যামনারায়ণ শাহ পার্ক স্ট্রিটের বাসিন্দা। পরিবারের দাবি, গতকাল সন্ধেয় সেরিব্রাল অ্যাটাক হয় ৬০ বছরের ওই প্রৌঢ়ের। রাত সাড়ে ১০টা নাগাদ এসএসকেএমে আনা হয়। সিটি স্ক্যানে দেখা যায়, রোগীর মাথায় রক্ত জমাট বেঁধে রয়েছে। অভিযোগ, এরপর এসএসকেএম থেকে এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল, আরজি কর, বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে ঘুরে বেড না পেয়ে এসএসকেএম ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। ঘণ্টা তিনেক জরুরি বিভাগে পড়েছিলেন রোগী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram