Petrol-Diesel Price: জ্বালানির জ্বালায় জ্বলছে জীবন, নিজেদের রেকর্ড ফের ভাঙল পেট্রোল-ডিজেল| Bangla News
আবারও বাড়ল জ্বালানির দাম। উৎসবের মরসুমে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলির জ্বালানির দাম বাড়ানোয় বিরাম নেই। ফের বাড়ানো হল দাম। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দামে ফের রেকর্ড। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৩৩ পয়সা বেড়ে হল ১০৭ টাকা ৪৪ পয়সা। ডিজেলের দাম লিটারে ৩৫ পয়সা বেড়েছে। ডিজেলের নতুন দাম হল ৯৮ টাকা ৭৩ পয়সা। ক্রমাগত বেড়ে চলায় ডিজেলও এখন সেঞ্চুরির পথে। দার্জিলিঙে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৮ টাকা ৯৬ পয়সা, ডিজেলের দাম লিটারে ৯৯ টাকা ৯৩ পয়সা, আলিপুরদুয়ারে পেট্রোল বিক্রি হচ্ছে ১০৮ টাকা ৬২ পয়সায় লিটারে সেখানে ডিজেলের দাম লিটার প্রতি ৯৯ টাকা ৮২ পয়সা। কোচবিহারে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৮ টাকা ৫২ পয়সা, ডিজেলের দাম লিটারে ৯৯ টাকা ৭২ পয়সা। জ্বালানির দাম বৃদ্ধির এই প্রভাব পড়েছে বাজারেও। পরিবহণ খরচ বেড়ে যাওয়ার মাছ থেকে সবজি সবকিছুরই দাম বাড়ছে। মাথায় হাত মধ্যবিত্তের।