Petrol-Diesel Price: ফের পেট্রোপণ্য়ের দামে সর্বকালীন রেকর্ড, কলকাতায় ৩৪ পয়সা বাড়ল পেট্রোলের দাম| Bangla News
এবার রাজ্যের ২৩টি জেলাতেই সেঞ্চুরি পার করল ডিজেল। কলকাতায় পেট্রোল-ডিজেলের দামে সর্বকালীন রেকর্ড। লিটারে ৩৪ পয়সা বেড়ে আজ শহরে পেট্রোলের নতুন দাম হয়েছে ১০৯ টাকা ১২ পয়সা। গতকালই কলকাতায় ১০০ ছাড়িয়েছে ডিজেল। লিটারে ৩৫ পয়সা বেড়ে শহরে ডিজেলের দাম দাঁড়িয়েছে ১০০ টাকা ৪৯ পয়সা। দেশের মধ্যে জ্বালানির দাম সর্বোচ্চ রাজস্থানের শ্রীগঙ্গানগরে। সেখানে পেট্রোল ১২০ টাকা ৮৯ পয়সা ও ডিজেল ১১১ টাকা ৭৭ পয়সা লিটার দরে বিক্রি হচ্ছে। পরিসংখ্যান বলছে, যেখানে গত ১১ বছরে দেশে পেট্রোলের দাম বেড়েছে ৬০ টাকা ৩৯ পয়সা, সেখানে গত ১০ মাসে পেট্রোল বেড়েছে ২৩ টাকা ৯৭ পয়সা। অন্যদিকে, গত ১১ বছরে ডিজেলের দাম যেখানে ৫৭ টাকা ৬৯ পয়সা বেড়েছে, সেখানে গত ১০ মাসে ডিজেল বেড়েছে ৩০ টাকা ১৩ পয়সা।
ইতিমধ্যেই জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় মাছ থেকে সব্জি, সবকিছুর দাম চড়া। পকেটে টান পড়ায় সঙ্কটে মধ্যবিত্ত।