Petrol Price Hike: জর্জরিত জনতা, কলকাতায় ৯৯ ছাড়াল পেট্রোল

Continues below advertisement

আজ ফের বাড়ল পেট্রোলের (Petrol) দাম। ১০০ টাকা ছুঁতে চলল পেট্রোল। লিটার প্রতি ৪০ পয়সা বেড়ে কলকাতায় (Kolkata) পেট্রোলের দাম ৯৯ টাকা ৪ পয়সা। তবে এই যাত্রায় ডিজেলের (Diesel) দাম বাড়েনি। লিটার প্রতি ৯২ টাকা ৩ পয়সাই রয়েছে ডিজেলের দাম। এইভাবে জ্বালানির দাম বাড়তে থাকায় পরিবহণ খরচ বাড়ছে। আর তার জেরেই মাছ, মাংস, সবজির বাজার আগুন। করোনা পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকা যখন বিপন্ন, তখন এই লাগাতার দামবৃদ্ধির ফলে নাগরিকদের ওপর আর্থিক বোঝা পাহাড়প্রমাণ হয়ে উঠছে।

এদিকে কার্যত লকডাউনে দেড়মাস বন্ধ থাকার পর গতকালই চালু হয়েছে বাস পরিষেবা (Bus Service)। গতকাল রাজ্য সরকারের (State Government) ছুটির দিন ছিল। আজ কাজের দিন। ফলে রাস্তায় যাত্রীদের ভিড় বেশি। সরকারি বাস বেরোলেও গতকালের মতো আজও রাস্তায় বেসরকরি বাস খুব একটা বেরোয়নি। আজ সকালেও ছবিটা খুব একটা বদলায়নি। শ্যামবাজার (Shyambazar) পাঁচ মাথার মোড়ের মতো ব্যস্ত এলাকাতেও আজ সকালে এক ঘণ্টা যাবত মাত্র দুটি বেসরকারি বাস চোখে পড়েছে। তবে কিছু কিছু সরকারি বাস চলছে। ফলে গন্তব্যে যেতে মানুষের ভরসা সেই চড়া হারে শাটল। কার্যক্ষেত্রে যাওয়ার জন্য বেরিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন মানুষ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram