Kasba Incident News: কসবাকাণ্ডের তদন্তে ৫ সদস্যের SIT গঠন কলকাতা পুলিশের
ABP Ananda LIVE: কসবায় আইন কলেজেই 'গণধর্ষণ', নির্যাতিতার গোপন জবানবন্দি। আলিপুর আদালতে কসবার অভিযোগকারিণীর বয়ান রেকর্ড। আইন কলেজেই গণধর্ষণের অভিযোগ, SIT গঠন করল পুলিশ। অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে কলকাতা পুলিশের SIT: সূত্র। কসবাকাণ্ডের তদন্তে ৫ সদস্যের SIT গঠন করল কলকাতা পুলিশ।
নির্যাতনের ভিডিও মিলল ধৃত একজনের মোবাইল থেকে, পুলিশ সূত্রে খবর
ল'কলেজে 'গণধর্ষণ', মিলল নির্যাতনের ভিডিও, পুলিশ সূত্রে খবর । ধৃত একজনের মোবাইলে মিলল নির্যাতনের ভিডিও, পুলিশ সূত্রে খবর । নির্যাতনের ভিডিও তুলে ব্ল্যাকমেলের অভিযোগ কলেজ ছাত্রীর । ল'কলেজে 'গণধর্ষণ', সাড়ে ৭ ঘণ্টার CCTV ফুটেজ উদ্ধার । ঘটনার দিন দুপুর ৩.৩০ থেকে রাত ১০.৫০ পর্যন্ত CCTV ফুটেজ উদ্ধার । অভিযোগকারিণীর বক্তব্যের সঙ্গে ফুটেজ মিলিয়ে দেখছে পুলিশ।
Tags :
SIT Crime News Kolkata Crime Kolkata Crime News Kasba Incident Kolkata Police ABP News Live KOLKATA NEWS Kasba News Kolkata Gang Rape Kolkata Rape News Kolkata Gang Rape News Kolkata Kasba Case Kolkata Law Student Rape Kolkata Law College Rape Case Kolkata Kasba College Case Kolkata Law Student News