Park Hotel Party: ফের পাঁচতারা হোটেলে তথ্য সংগ্রহে গেল পুলিশ, কর্তৃপক্ষকে তলব পুলিশের

Continues below advertisement
কার্যত লকডাউনে পাঁচতারা হোটেলে (Park Hotel Weekend Party) প্রায়ই উইক এন্ড পার্টি। ফের পার্ক হোটেলে তথ্য সংগ্রহে গেল পুলিশ।  হোটেল ম্যানেজমেন্টকে নোটিস লালবাজারের তরফে। ঘটনার দিন করিডরে পার্টি হচ্ছিল, আয়োজক কারা ছিল? প্রশ্নের উত্তর পেতে কর্তৃপক্ষকে নোটিস। ডিজে বক্সের ব্যবস্থা কারা করল? 
 
এই ঘটনায় যুক্ত কয়েকজন স্থানীয় বাসিন্দা। কয়েকজনের বাড়ি কড়েয়া ও বেনিয়াপুকুরে। বুধবার হোটেল কর্তৃপক্ষকে লালবাজারে (Lalbazar)তলব করল পুলিশ। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram