Poppy Seed Adulteration: ভেজাল পোস্ত তৈরি কারবারে গ্রেফতার ১

Continues below advertisement

পোস্তর (Poppy seed) মধ্যে মেশানো হত ভুট্টার দানা (Corn kernel)। সেই ভেজাল পোস্ত বিক্রি হচ্ছে বাজারে। বড়বাজারে (Bara Bazar) রমরমিয়ে চলছে বেআইনি কারবার। সাদা পোশাকে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করলকলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকমাস ধরেই পোস্তার মহর্ষি দেবেন্দ্র রোডে বেআইনিভাবে পোস্ত তৈরির কারবার চলছে। গোপন সূত্রে খবর পেয়ে আজ ওই এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। হাতেনাতে ধরে ফেলে একজনকে। উদ্ধার হয়েছে ভুট্টার দানা, গ্রাইন্ডার মেশিন ও অন্যান্য সরঞ্জাম।এই চক্রে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram