Remdesivir Black Marketing: রেমডেসিভির ‘কালোবাজারি’, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হাতে গ্রেফতার ১

Continues below advertisement

অনলাইনে রেমডেসিভিরের (Remdesivir) কালোবাজারির অভিযোগ। একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB)। পার্ক স্ট্রিট থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। বাঙুর অ্যাভনিউয়ের বাসিন্দা জয় আশুতোষ মিত্তল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, রফি আহমেদ কিদোয়াই রোড এলাকা থেকে রেমডেসিভির সংগ্রহ করে ওই ব্যক্তি। কী কারণে ওষুধ সংগ্রহ তা নিয়ে বয়ানে অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের (Kolkata Police) এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

এদিকে কলকাতায় (Kolkata) রেমডেসিভির (Remdesivir) কালোবাজারির ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু করল ইডি (ED)। সূত্রের খবর, আলিপুর ও পার্ক স্ট্রিট থানায় দায়ের হওয়া দুটি মামলার তথ্য তারা কলকাতা পুলিশের (Kolkata Police) কাছ থেকে চেয়েছে। জানা যাচ্ছে, মে মাসে দুটি পৃথক মামলায় এফআইআর দায়ের করেছিল কলকাতা পুলিশ। সেখানে প্রচুর মাত্রায় রেমডিসিভিরের ইঞ্জেকশন বাজেয়াপ্ত করা হয়েছিল। অভিযোগ উঠে এসেছিল যে এক একটি ইঞ্জেকশন ২৫ হাজার, ৩০ হাজার টাকা করে কালোবাজারি করা হচ্ছে। এই মামলার তদন্ত করতে গিয়ে কলকাতা পুলিশের আধিকারিকরা ইতিমধ্যেই চার-পাঁচজনকে গ্রেফতার করেছেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram