RG Kar Agitation: 'ন্যায্য টাকাপয়সা দেওয়া হচ্ছে না', চুক্তিভিত্তিক কর্মীদের বিক্ষোভে উত্তাল আরজিকর

Continues below advertisement
আরজিকর হাসপাতালে (RG Kar Medical College) চুক্তিভিত্তিক কর্মীদের বিক্ষোভ। ন্যায্য টাকাপয়সা দেওয়া হচ্ছে না বলে বিক্ষোভ কর্মীদের। হাসপাতাল সংলগ্ন আরজিকর রোড অবরোধ। হাসপাতালের ভিতরেও স্লোগান বিক্ষুব্ধ অস্থায়ী কর্মীদের। এই সব কর্মীরাই একটি বেসরকারি সংস্থার অধীনে কাজ করেন। সেই কোম্পানি সঠিক সময় টাকা-পয়সা ও সুযোগ-সুবিধা থেকে কর্মীদের বঞ্চিত করছে বলে অভিযোগ।
 
এদিকে এনআরএসে ডোম নিয়োগের বিজ্ঞপ্তি। ৬টি পদের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৮ হাজার। আবেদনকারীদের মধ্যে ২ হাজারেরও বেশি স্নাতক। আছেন ৫০০-র কাছাকাছি স্নাতকোত্তর ডিগ্রিধারীও। এছাড়াও ডোম হতে চেয়ে আবেদন ১০০ ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীর। ৭৮৪ জনকে ডাকা হয়েছে ইন্টারভিউতে। এর মধ্যে রয়েছে ৮৪ জন মহিলাও। ১ অগাস্ট ইন্টারভিউ শুরু হবে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram