Saradha ED Probe: সারদা-তদন্তে ইডির দফতরে হাজিরা সুরজিৎ কর পুরকায়স্থের

Continues below advertisement

ইডির দফতরে হাজিরা সুরজিৎ কর পুরকায়স্থের (Surajit Kar Purkayastha)। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডির (ED) আধিকারিকরা। ইডি সূত্রে দাবি,  ভিডিও ফুটেজে দেখা গেছে সারদার (Sarada) এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরজিৎ। তাঁর সঙ্গে সুদীপ্ত সেনের (Sudipta Sen) কোনও বৈঠক হয়েছিল কিনা তা জানতে চাইছেন তদন্তকারীরা। তাছাড়া, তাঁর সঙ্গে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা, তাও জানতে চাওয়া হবে। কার কথায় সারদার অনুষ্ঠানে গিয়েছিলেন, সেই প্রশ্নও করা হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram