Shankha Ghosh Death: শাসকের বিরুদ্ধে কথা বলার সাহস জুগিয়েছেন শঙ্খ ঘোষই, শোকবার্তা কৌশিক সেনের

Continues below advertisement

বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন। কবি শঙ্খ ঘোষের (Shankha Ghosh) জীবনাবসান। বয়স হয়েছিল ৯০ বছর। শোকস্তব্ধ কৌশিক সেন বলেছেন, 'ওঁর জন্যই আমরা রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার সাহস পেয়েছি। শঙ্খ ঘোষ না থাকলে আমাদের এই চৈতন্য কখনই হত না যে কোনও রাজনৈতিক দলের দালালি করব না। যে কোনও শাসকের বিরুদ্ধে কথা বলার জন্য চোখ বন্ধ করে যাঁর কথা মনে আসে, তিনি শঙ্খ ঘোষ। উনি আমাদের সকলের বিশাল সাহস। বিরাট বড় ক্ষতি হয়ে গেল।' প্রসঙ্গত, গত ১২ এপ্রিল থেকে সর্দি-কাশিতে ভুগছিলেন। পরে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্ষীয়ান কবি হাসপাতালে যেতে অনিচ্ছুক ছিলেন। তাই হোম আইসোলেশনেই চলছিল চিকিৎসা। আজ সকালে বাড়িতেই জীবনাবসান হয় শঙ্খ ঘোষের।

 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram