Sky Garden Holi: বন্ডেল রোডের অরবিট স্কাই গার্ডেনের আবাসিকরা মেতে উঠেছেন হোলির উৎসবে ।Bangla News

Continues below advertisement

বন্ডেল রোডের অরবিট স্কাই গার্ডেনের আবাসিকরা বৃহস্পতিবার রাত থেকে মেতে উঠেছেন হোলির উৎসবে। গান, নাচ, আবির খেলা আর ভুরিভোজের মাধ্যমে হল উৎসবের সূচনা। একে অপরকে আবির মাখালেন বিভিন্ন বয়সী আবাসিকরা। অরবিটে দু'দিন ধরে যে দোল উৎসব চলে তা কোভিড পরিস্থিতিতে মাঝে দু' বছর বন্ধ ছিল। আবাসনটিতে এবার রঙের উৎসবে জাকজমকের খামতি নেই।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram