Snake Found in NRS: এনআরএস-এ রেডিওথেরাপি বিভাগের পাশের বাগানে উদ্ধার চন্দ্রবোড়া! আতঙ্ক রোগীর পরিজনরা

Continues below advertisement

এনআরএস (NRS Hospital) হাসপাতালে রেডিওথেরাপি বিভাগের কাছে চন্দ্রবোড়া সাপ। বিষধর সাপকে ঘিরে আতঙ্ক। আজ হাসপাতালের বাগানে কাজ করার সময় একটি চন্দ্রবোড়া সাপও দেখতে পান বাগানের মালিরা। এক মালি জানান, সকালে বাগানের আগাছা পরিষ্কার করার সময় সাপটি তাঁদের দিকে তেড়ে আসে। ভয়ে সাপটিকে মাথায় আঘাত করেন তাঁরা। পরে জখম সাপটিকে তাঁরা নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যান। ওই বাগানে আরও সাপ আছে বলে আশঙ্কা করছেন মালিরা। আতঙ্কে রয়েছেন রোগীর পরিজনরাও। এই রকম বিষধর সাপ তাঁরা মাঝেমধ্যেই হাসপাতাল চত্বরে দেখেন বলে জানিয়েছেন। স্বাস্থ্যদফতরের (State Health Department) তরফে বনদফতরকে খবর দেওয়া হয়েছে। এখনও রেডিওথেরাপি বিভাগের পাশের বাগানে রয়েছে জখম সাপটি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram