Sovan Chatterjee: শহরে একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, কী বলছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়?

Continues below advertisement

শহরে একের পর এক বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে? কী বলছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়? একে অপরের ওপর দায় চাপিয়ে দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।  ইলেকট্রিক মিটার থেকে বাড়ি পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের সময় খোলা তার যাতে জলের সংস্পর্শে না আসে তার ব্যবস্থা করতে হবে। তিলজলা, যাদবপুর, বেহালা-সহ বহু জায়গায় মাথার ওপর তারের জঙ্গল। পুরনো বিদ্যুতের খুঁটি দুর্বল হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। মাটির নীচ দিয়ে লাইন নিয়ে যাওয়ার উদ্যোগ নিক CESC। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে প্রকল্পের খরচ মেটানো যেতে পারে। পরে গ্রাহকদের কাছ থেকে কিস্তিতে খরচের টাকা তুলে নেওয়া যেতে পারে। কলকাতার বহু জায়গায় বাড়ির গা ঘেঁষে যাচ্ছে হাইটেনশন তার। যে কোনও মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। সতর্ক হওয়া উচিত। স্মার্ট মিটার বসিয়ে বিদ্যুৎ চুরি আটকাচ্ছে CESC। বাড়তি আয় হচ্ছে। সেই আয়ের একাংশ এই সমস্ত কাজে ব্যয় করতে পারে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram