BJP vs TMC: 'শুধু SSC গ্রুপ ডি না, বিভিন্ন পরীক্ষার দুর্নীতিতে যুক্ত তৃণমূল নেতারা', অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির | Bangla News

Continues below advertisement

স্কুলে গ্রুপ-ডি নিয়োগ মামলায় সিবিআই (CBI) অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়ার ভাবনা রাজ্য সরকারের। সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করার ভাবনা রাজ্য সরকাররে। সিবিআইয়ের অধিকর্তাকে দিয়ে অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ। কমিটিতে ডিআইজি পদমর্যাদার আধিকারিক, যুগ্ম অধিকর্তা। "দুর্নীতির আর্থিক দিক, টাকা কোথায় গেছে? দেখতে বলব সিবিআইকে?" নির্দেশ হাইকোর্টের। 

এই নিয়ে সাংবাদিক বৈঠক করে সুকান্ত মজুমদার (Sukanta Majumder) বলেন, "যাঁরা এই অগণতান্ত্রিক পরিবেশের মধ্য়ে থেকেও তৃণমূল কংগ্রেস (TMC) এবং মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) কারার ওই লৌহ কপাট ভেঙে হাইকোর্টে যাওয়ার সাহস দেখিয়েছেন তাঁদের আমি ধন্য়বাদ, অভিনন্দন, স্যালুট জানাই। আশা করি যাঁরা চাকরিপ্রার্থী, ছাত্র-ছাত্রী তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের টাকা দিয়ে বঞ্চিত হয়েছেন, চাকরি পাননি তাঁরা সামনে এগিয়ে আসবেন। শুধু এসএসসি-র গ্রুপ ডি নয়, বিগত ১০ বছর ধরে বিভিন্ন পরীক্ষায় এই ধরনের দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতারা যুক্ত।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram