Calcutta High Court: গ্রুপ D নিয়োগ মামলায় CBI অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের, 'নিয়োগের পিছনে টাকার খেলা হয়েছে', মন্তব্য বিকাশরঞ্জন ভট্টাচার্যের | Bangla News
স্কুলে গ্রুপ-ডি নিয়োগ মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)। "কমিশন সুপারিশ না করলে, কীভাবে নিয়োগপত্র দিল পর্ষদ?" সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে মন্তব্য। সিবিআইয়ের অধিকর্তাকে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। কমিটিতে ডিআইজি পদমর্যাদার আধিকারিক, যুগ্ম অধিকর্তা। "কারা নিয়োগপত্র দিয়েছিল? দুষ্কৃতীদের খুঁজে বের করতে হবে।" ২১ ডিসেম্বরের মধ্য়ে আদালতে প্রাথমিক রিপোর্ট পেশের নির্দেশ।
এই নিয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) বলেন, "আদালতের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে যে নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। বিষয়টি রাজ্য সরকারের পক্ষে অস্বীকার করা সম্ভব হয়নি। বিচারপতি নির্দেশ দিয়েছেন এই বিষয়টির তদন্তভার রাজ্য সরকার প্রভাবিত কারও কাছে দেওয়া যাবে না। তদন্ত করবে সিবিআই। এটা হবে প্রাথমিক তদন্ত। এই তদন্তের পরে যে তথ্য পাওয়া যাবে তা আদালতে জমা দেওয়া হবে। এর পরবর্তীকালে আদালত নির্দেশ দেবে কী পদক্ষেপ করতে হবে। আপাতত সিবিআই সমস্ত তথ্য় সংগ্রহ করবে। নিয়োগের পিছনে টাকার খেলা হয়েছে, সেই বিষয়টিও সিবিআইকে খুঁজে বের করতে হবে।"