SSC নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে এসএসসি ভবনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ

Continues below advertisement

এসএসসি (Staff Selection Commission) ভবনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। নথি আপলোড হয়নি, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। এক বিক্ষোভকারী চাকরিপ্রার্থী জানান, “অ্যাকাডেমিক স্কোর কারও কারও বাড়িয়ে দেওয়া হচ্ছে। যেখানে ৪০ ছিল, সেখানে ৫০ করে দেওয়া হয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে। নথি (Document) আপলোড করা হয়নি।" অন্য একজন জানান, "আমরা চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চাই। যা উনি দীর্ঘদিন ধরে এড়িয়ে যাচ্ছেন। আমরা যদি আমাদের সমস্যা ওঁকে বলতে না পারি, তাহলে আমাদের এই সমস্যার সুরাহা হবে না।" প্রায় শতাধিক চাকরিপ্রার্থী বিক্ষোভ দেখাচ্ছেন। অভিযোগ, গতকাল যে তালিকা বেড়িয়েছে, তাতে অস্বচ্ছতা রয়েছে। নিয়োগ প্রক্রিয়াতে স্বচ্ছতার দাবিতে এসএসসি (SSC) ভবনে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram