Strand Road Fire: অগ্নি বিধ্বস্ত রেলের দফতরের অগ্নিনির্বাপক ব্যবস্থা কেমন ছিল? কেন ঘটল মর্মান্তিক মৃত্যু ?
Continues below advertisement
গতকাল স্ট্র্যান্ড রোডে (Strand Road) পূর্ব রেলের (Eastern Railway) অফিসে বিধ্বংসী আগুন (Fire)। ৯ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। ২০টিরও বেশি ইঞ্জিন কাজ করেছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ, দমকল (fire brigade) ও আরপিএফ আধিকারিকরা। ঘটনায় রেল দফতরের ওই বিল্ডিংয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা (Firefighting system) নিয়ে প্রশ্ন উঠেছে। দমকলকর্মীরা প্রাথমিকভাবে জানিয়েছেন, ওই বিল্ডিংয়ে কোন সঠিক অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। এই রকম একটি গুরুত্বপূর্ণ দফতরে অটোমেটিক sprinkler বা রিজার্ভারের মতো কোন ব্যবস্থা ছিল না। তাই, গাফিলতির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা বলে মামলা দায়ের করেছে পুলিশ। জানা গেছে, ওই এলাকায় এই রকম একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাও সচেতনতার অভাব রয়েছে।
Continues below advertisement
Tags :
Kolkata ABP Ananda Fire Accident Railways ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Strand Road