Strand Road Fire: যখন আগুন জ্বলছে, তখন লিফট কী করে ব্যবহার করলেন দমকল কর্মীরা?

Continues below advertisement

মুহূর্তের ভুলের খেসারত। চলে গেল ৭টি প্রাণ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী রেলের নতুন কয়লাঘাট ভবনে মৃত  ৯ জনের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে ঝলসে। বাকি ২ জনের মৃত্যু হয়েছে শ্বাসরোধ হয়ে। আগুন জ্বলার জন্য প্রয়োজন হয় তিনটি অবস্থার। তাপমাত্রা, অক্সিজেন আর দাহ্য পদার্থ। নিউ কয়লাঘাট ভবনে মোট ৬টি লিফট রয়েছে। সামনের দিকে ৪টি লিফট রয়েছে। পিছনের দিকে রয়েছে দুটি লিফট। দমকল সূত্রে খবর, অগ্নিকাণ্ডের সময় ৭ জন লিফটে করে ওপরে উঠছিল। দমকলের অনুমান, সম্ভবত ভুল করেই তাঁরা ১৩ তলায় উঠে পড়েন। দরজা খুলতেই আরো ভয়াবহ আকার নেয় আগুন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram