Subrata Mukherjee: 'কমপ্লিট চিফ মিনিস্টার মেটিরিয়াল ছিলেন, সেই বৃত্তটা সম্পূর্ণ হল না', আক্ষেপ শমীক ভট্টাচার্যের| Bangla News

Continues below advertisement

প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহল। আজ রবীন্দ্র সদনে শববাহী গাড়িতে তাঁর মরদেহ নিয়ে আসা হয়। শ্রদ্ধা জানাতে আসেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তিনি বলেন," রাজনীতির গড্ডলিকা প্রবাহের তাঁর সজাগ উপস্থিতি ছিল। বর্ণময় রাজনৈতিক চরিত্র, বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, অত্যন্ত অমায়িক ব্যবহার, বিপরীত পরিস্থিতির মধ্যেও রাজনীতিটাকে ৫ দশক ধরে শরীর দিয়ে মন দিয়ে ছুঁতে পেরেছিলেন। বিভিন্ন সময় প্রয়োজনে কাজ নিয়ে গেছি। সহযোগিতা করেছেন। কোনওদিন ফেরাননি। অত্যন্ত রসিক মানুষ ছিলেন। তিনি আগামী দিনের রাজনৈতিক ঘটনা, নির্বাচনের ফলাফল দেখতে পেতেন। সুব্রত মেসি মুখোপাধ্যায় বলতাম ওঁনাকে। একদিন জিজ্ঞেস করেছিলেন কেন ওঁনাকে মেসি বলি? বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করতে গিয়ে তৃণমূলেই যোগ দিয়ে দিলেন। এরকম তো একমাত্র মেসিই করতে পারেন। তখন হো হো করে এসেছিলেন। কমপ্লিট চিফ মিনিস্টার মেটিরিয়াল ছিলেন তিনি। সেই বৃত্তটা সম্পূর্ণ হল না। সবকিছু হয় না। তবে না হওয়ার মধ্যেই সুব্রত মুখোপাধ্যায় থাকবেন, অস্তিত্ব নিয়ে আমাদের অন্তস্থলে কিছু মধুর স্মৃতি নিয়ে তিনি রয়ে যাবেন। আজ শেষ দেখা হল না। মনটা ভাল নেই।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram