Suvendu Adikari: 'নন্দীগ্রামের হার হজম করতে পারেননি, তাঁর মধ্যে ভয় কাজ করছে', এসপি-কে ভর্ত্‍‍সনায় মমতাকে একহাত শুভেন্দুর। Bangla News

Continues below advertisement

প্রশাসনিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের এসপিকে তীব্র ভর্ত্‍‍সনা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। ‘তোমার জেলা নিয়ে অভিযোগ পাচ্ছি। কাউকে কাউকে সাজিয়ে পরিকল্পিতভাবে হিংসা বাঁধানোর চেষ্টা হচ্ছে। অনেকদিন বলেছি, কিছু করোনি, আমাকে হস্তক্ষেপ করতে হয়েছে। কোনও কোনও রাজনৈতিক নেতা ইন্ধন দেয়, তাই হিংসার ঘটনা ঘটে। কাজ করতে ভয় লাগছে? তোমাকে রাজ্যপাল কি ফোন করেন? রাজ্যপাল কি ফোন করে বলছেন এটা করবে না, ওটা করবে না? এরকম করালেও তুমি বলবে না, তুমি কিন্তু রাজ্য সরকারের। তুমি তোমার মতো কাজ করবে, ভাল কাজ করবে বলে ওখানে দিয়েছিলাম। হলদিয়ায় অভিযোগ পেলাম, বাধ্য হয়ে ২জনকে গ্রেফতার করে সরাতে হয়েছে। ওরা এক্সাইড, ধানুকা ইন্ডাস্ট্রির কাজে অসুবিধে করছিল। কাজ করতে অসুবিধে মনে হলে আমাকে সরাসরি জানাও। কেউ বলে দেবে, এটা করবে না, ওটা করবে না, সেটা শুনবে না।' প্রশাসনিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের এসপিকে তীব্র ভর্ত্‍‍সনা মুখ্যমন্ত্রীর। পূর্ব মেদিনীপুরের জেলাশাসকে দিয়ে দেখে শেখার নির্দেশ।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের হার এখনও হজম করতে পারেননি। একজন মুখ্য়মন্ত্রী প্রকাশ্যে একজন আইপিএস অফিসারকে বলছেন, রাজ্যপাল তাঁকে ফোন করেন কি না। আমি জ্ঞানত জানি, রাজ্যপাল এমন কাজ করেন না। তিনি সাংবিধানিক প্রধান। তিনি ফোন করতেই পারেন। তাঁর মধ্যে যে ভয় কাজ করছে, তা প্রমাণিত।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram