Syndicate Clash: 'সৌগত রায়ের মত বর্ষীয়ান নেতার কথা কেউ গুরুত্ব দিচ্ছে না', লেক গার্ডেন্সের ঘটনা নিয়ে পঙ্কজ দত্ত।Bangla News
Continues below advertisement
একটা দল যখন গণতান্ত্রিক কাঠামোতে শাসন করে তখন তার বেশ কিছু স্তর থাকে। সেই একাধিক স্তরে বুদ্ধিজীবী থেকে শুরু করে সিন্ডিকেট নিয়ন্ত্রণকারীরাও থাকে। একটি দলের সম্পূর্ণ হতে এই সমস্ত স্তরের প্রয়োজন। একটি সুসংগঠিত দলে কখনওই এই সিন্ডিকেটের অংশটিকে খুব শক্তিশালী হওয়া উচিত না। এটা হলেই তা ভুল। সৌগত রায়ের (Saugata Roy) মত বর্ষীয়ান নেতা, তা সত্ত্বেও দলে তাঁর কথার কেউ কোনও গুরুত্ব দিচ্ছে না। লেক গার্ডেন প্রসঙ্গে বললেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত।
Continues below advertisement
Tags :
ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Sougata Roy Syndicate Issue এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ সৌগত রায় সিণ্ডিকেট সমস্যা Lake Garden Syndicate Clash Sougata Roy Syndicate Issue