Syndicate Issue : সিন্ডিকেট দৌরাত্ম্যে আতঙ্কে লেক গার্ডেন্সের বাসিন্দারা, কী বলছেন সৌগত ?| Bangla News

Continues below advertisement

তৃণমূল সাংসদের বাড়ির দোরগোড়ায় সিন্ডিকেট দৌরাত্ম্য। আতঙ্কে লেক গার্ডেন্সের বাসিন্দারা। এমন ঘটনা আগে দেখিনি, মন্তব্য প্রবীণ নাগরিকের। এ ধরনের ঘটনা রুখতে নজরদারি বাড়ানো প্রয়োজন বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এপ্রসঙ্গে সৌগত রায় বলেন, "গতকাল আমার সাথে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কথা হয়েছে। আমি ওঁকে বলেছি, কাউন্সিলর আর স্থানীয় নেতাকে ডেকে ‌যাতে বলেন এমন ঘটনা ‌যেন না হয়। আজ সকালে ব্লক তৃণমূল সভাপতি রতন দে এসেছিলেন, তিনিও আমার বক্তব্যে সমর্থন জানিয়েছেন। আমি বলেছি, সব মিটলে বড় করে কর্মীদের মিটিং ডাকতে। ‌ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, কর্মীদের এই বার্তা দেওয়া হবে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram