Tala Bridge Reopen: বছর পেরোলেই নতুন রূপে খুলতে পারে টালা ব্রিজ

Continues below advertisement

পরের বছর ফেব্রুয়ারিতেই খুলতে পারে টালা ব্রিজ। প্রায় ৩৬৫ কোটি টাকা ব্যয়ে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। প্রায় ৯০০ মিটার লম্বা ও ১৯ মিটার চওড়া চারটি লেন তৈরি হবে।  নতুন ব্রিজ তৈরি হলে টালা ট্যাঙ্কের জল সরবরাহের পাইপেও বদল হবে। পাইপলাইনের কিছুটা অংশের জন্য রেললাইনের উপর তৈরি হবে সেতু। এই জন্য রেলের কাছে প্রয়োজনীয় অনুমতি চাওয়া হয়েছে। সেতুর উপর দিয়ে দক্ষিণের দিকে দুটি পাইপলাইন আনা হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram