TMC: আজ তৃণমূলে যোগ দিতে পারেন ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস | Bangla News
আজ তৃণমূলে যোগ দিতে পারেন ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস। তার আগে, গতকাল কালীঘাট মন্দিরে গিয়ে যজ্ঞ করলেন। ন্যাড়াও হলেন। দাবি করলেন, বিজেপি ছাড়ার। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
প্রথমে যজ্ঞ। তারপর মাথা ন্যাড়া করে প্রায়শ্চিত্ত। শেষে আদিগঙ্গার জলে স্নান। বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে, মঙ্গলবার এমনই কাণ্ড করলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস। আর এই পুরো সময়টা বিজেপি-ত্যাগী বিধায়কের সঙ্গে রইলেন তৃণমূলের নেতারা। আজ তৃণমূলে যোগ দিতে পারেন ত্রিপুরার সুরমার এই বিজেপি বিধায়ক। যিনি আবার বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মনের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত।
মঙ্গলবার সকালে তৃণমূল নেতৃত্বের সঙ্গে কালীঘাট মন্দিরে যান সুরমার বিজেপি বিধায়ক আশিস দাস। প্রথমে, সেখানে তিনি যজ্ঞ করেন। পরে আদিগঙ্গার জলে স্নান করে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন ত্রিপুরার বিজেপি বিধায়ক।
বাংলায় জয়ের হ্যাটট্রিকের পর তৃণমূলের নজরে রয়েছে প্রতিবেশী রাজ্য ত্রিপুরা। ইতিমধ্যেই ত্রিপুরায় সক্রিয় হয়েছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ত্রিপুরা গেছেন। তৃণমূলের একাধিক শীর্ষ নেতা ত্রিপুরায় ঘাঁটি গেড়ে বসে রয়েছেন। এই অবস্থায় ত্রিপুরার বিজেপি বিধায়কের তৃণমূলে যোগদানের সম্ভাবনা ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।