Tocilizumab Case Update: টসিলিজুমাব ইঞ্জেকশনকাণ্ডে অভিযুক্ত চিকিৎসককে বদলি করা হল কোচবিহারে

Continues below advertisement

টসিলিজুমাবকাণ্ডে (Tocilizumab) অভিযুক্ত চিকিৎসককে বদলি করা হল উত্তরবঙ্গে। স্বাস্থ্যভবন সূত্রে খবর, কলকাতা মেডিক্যালের ((Calcutta Medical College and Hospital) মেডিক্যাল অফিসার দেবাংশী সাহাকে বদলি করা হল কোচবিহারের (Cooch Behar) শীতলকুচি ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পাশাপাশি মেডিক্যাল কলেজের সিস্টার ইনচার্জের বিরুদ্ধেও বিভাগীয় পদক্ষেপের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। পদক্ষেপের প্রস্তুতি সিসিইউ ইনচার্জের বিরুদ্ধেও, খবর স্বাস্থ্যভবন সূত্রে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram