Morning Headlines: উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে হাইকোর্টে ধাক্কা রাজ্যের, মামলাকারীদের আক্রমণে মুখ্যমন্ত্রী

Continues below advertisement

হাইকোর্টে (Calcutta High Court) ধাক্কা রাজ্যের। উচ্চ প্রাথমিকে (Upper Primary) সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। কম নম্বর পেয়েও ইন্টারভিউয়ের তালিকায় স্বজনপোষণ। এসএসসি-র (SSC) নিয়মভঙ্গের অভিযোগে মামলা। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে হাইকোর্টে স্থগিতাদেশ, মামলাকারীদের আক্রমণে মমতা (Mamata Banerjee)। টাকা নিয়েও চাকরি দিতে পারবে না জেনে আটকাচ্ছে তৃণমূলই (TMC), পাল্টা দিলীপ। লোকসভার স্পিকারের কাছে বিধানসভার অভ্যন্তরীণ প্রশাসনিক কাজে হস্তক্ষেপের অভিযোগ। অধ্যক্ষকে কড়া চিঠি রাজ্যপালের (Jagdeep Dhankhar)। সত্য থেকে বহুদূর। রাজভবনের মর্যাদার পরিপন্থী বলে পত্রাঘাত। জরুরি অবস্থার সঙ্গে তুলনা। অধ্যক্ষের বিরুদ্ধে অবান্তর কথা রাজ্যপালের, পাল্টা আক্রমণে তৃণমূল। কাঁথি সমবায় ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগ। কোর্টে যাওয়ায় নাম না করে শুভেন্দুকে (Suvendu Adhikari) আক্রমণে মমতা। আরও ব্যাঙ্ক, শিক্ষা দফতরে দুর্নীতি – তার তদন্ত হচ্ছে না কেন? পাল্টা দিলীপ (Dilip Ghosh)। নকল আইএএস (Fake IAS) কীভাবে ঘুরছিলেন নেতাদের সঙ্গে? যুগ্ম কমিশনার সেজে নীল বাতির গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কী করছিল পুলিশ? পুর কমিশনার? ভুয়ো ভ্যাকসিন (Fake Vaccine) নিয়ে জনস্বাস্থ্য মামলায় রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের। ভুয়ো ভ্যাকসিন নিয়ে এবার রাজ্যকে চিঠি কেন্দ্রের। কী পদক্ষেপ? দুদিনের মধ্যে রিপোর্ট তলব। নজরদারি থাকলে এমন ঘটনা হয় না বলে কড়া চিঠি। ক্যাম্প আসল না ভুয়ো জানতে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল কলকাতা পুরসভা (KMC)। ভুয়ো ক্যাম্পে ভুয়ো ভ্যাকসিন, ছোট বিচ্ছিন্ন ঘটনা, বদনামের চেষ্টার অভিযোগ মুখ্যমন্ত্রীর। বিজেপিও (BJP) যুক্ত থাকতে পারে বলে সন্দেহ। দেবাঞ্জন (Debanjan Deb) ধরা না পরলে বলত মোদি জাল টিকা পাঠিয়েছে, পাল্টা দিলীপ (Dilip Ghosh)। কলকাতা পুরসভার কমিশনারের সই জাল করে চাকরির ভুয়ো প্রতিশ্রুতি মামলায় আরও দুই অভিযুক্ত গ্রেফতার। মূল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে খোঁজ। আছে কি দেবাঞ্জনের সঙ্গে কোনও যোগ? তদন্তে পুলিশ। গাড়িতে নীল বাতি, ভিআইপি স্টিকার – দেবাঞ্জনকাণ্ডের রেশ কাটার আগেই কলকাতায় ফের ভুয়ো সেন্ট্রাল ভিজিল্যান্স অফিসার পাকড়াও। জালিয়াতদের খোঁজে ট্র্যাফিক গার্ডদের সতর্ক থাকার নির্দেশ লালবাজারের। ভুয়ো সরকারি আধিকারিক সেজে প্রভাবিত করা হয়ে থাকতে পারে বিধানসভা ভোট গণনা। সন্দেহপ্রকাশ দিলীপের। সব যখন জানেন তাহলে মামলায় ওঁকেই পার্টি করা হোক, পাল্টা কুণাল (Kunal Ghosh)।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram