Upper Primary Case: 'অপদার্থ', টেট মামলায় স্কুল সার্ভিস কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

Continues below advertisement

স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) অপদার্থ, মন্তব্য হাইকোর্টের (Calcutta High Court)। কী ধরনের আধিকারিকরা চালাচ্ছেন কমিশন? এই কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত। ২০১৯-এর ১ অক্টোবরের নির্দেশের পরেও কেন আদালতের নির্দেশ মেনে ইন্টারভিউ তালিকা (Interview List) প্রকাশ করা হয়নি? প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

এদিকে, করোনাকালে (Corona) সরকারি খরচে রাশ টানার সিদ্ধান্ত রাজ্যের। অর্থ দফতরের (Finance Department) অনুমতি ছাড়া অন্য কোনও খরচ নয়। করোনাকালে বেড়েছে খরচ, তাই এই সিদ্ধান্ত বলে জানাল অর্থ দফতর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram