Vaccine Harassment: প্রথম ডোজের ৭০ দিন পরও সার্টিফিকেট পাননি কসবার বৃদ্ধা!
প্রথম ডোজ নেওয়ার ৭০ দিন পরেও মেলেনি সার্টিফিকেট। মোবাইলে আসেনি কোনও নোটিফিকেশন। কবে হবে দ্বিতীয় ডোজ, চিন্তায় কসবার বৃদ্ধা। গতকাল গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ওই অভিযোগকারিণীর দাবি, তিনি কো-উইন অ্যাপে গেলে তাকে দেখানো হচ্ছে যে তাঁর কোন রেজিস্ট্রেশন হয়নি। তাঁকে কোনও ফার্স্ট ডোজ দেওয়া হয়নি বলেও দেখানো হচ্ছে। অভিযোগকারী ওই মহিলার নাম কৃষ্ণা চক্রবর্তী, তিনি কসবার বাসিন্দা। তিনি জানান, যেখান থেকে তিনি ভ্যাকসিন নিয়েছিলেন সেখানে বারবার যোগাযোগ করা হলেও কোন রেজিস্ট্রশন মেসেজ তাঁরা পাঠাননি। ১ জুলাই তাঁকে জানানো হয় যে তাঁদের পোর্টাল ঠিক মতো কাজ করছে না, তাই তাঁরা কোন মেসেজ বা সার্টিফিকেট দিতে পারবেন না। এরপর গতকাল ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই মহিলা জানান, তিনি দ্বিতীয় ডোজ নেবেন, নাকি প্রথম ডোজ নেবেন আবার তা বুঝতে পারছেন না।