Water Supply: আজ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে জল সরবরাহ বন্ধ, কাল থেকে স্বাভাবিক

Continues below advertisement

তীব্র গরমে আজ সকাল ১০টা থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। কলকাতা পুরসভা জানিয়েছে, ধাপার জয়হিন্দ জল প্রকল্পে কিছু ত্রুটি মেরামতির জন্যই একদিন জল বন্ধ রাখার সিদ্ধান্ত। প্রভাব পড়বে ইএম বাইপাস সংলগ্ন এলাকা, আনন্দপুর, পিকনিক গার্ডেন, মুকুন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, মেট্রোপলিটন, তপসিয়া, চায়না টাউন, আরুপোতা, বাঘাযতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলাল বাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয়নগর, পঞ্চসায়র, পঞ্চান্ন গ্রাম, সার্ভে পার্ক-সহ বিস্তীর্ণ এলাকায়। ৭, ১০, ১১ ও ১২ নম্বর বরোর আংশিক এলাকায় আজ পানীয় জল সরবরাহ বন্ধ থাকছে। কাল থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram