WB Covid Updates: 'সঙ্কটজনক হলেই হাসপাতালের ভর্তি, মৃদু উপসর্গ থাকলে সেফ হাউসে থাকুন', আবেদন মমতার

Continues below advertisement

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আজ সাংবাদিক বৈঠক করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "যদি কোনও রোগী একটি হাসপাতালে জায়গা নাও পান তবে তাঁকে অন্য হাসপাতালের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। অনেকগুলি হাসপাতালের সঙ্গে বিভিন্ন সেফ হাউস যুক্ত করা হয়েছে। করোনা চিকিৎসায় বেড সংখ্যা বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে। এই মুহূর্তে ১১ হাজার বেড রয়েছে। আগামী দুই দিনে আরও দুই হাজার বেডের ব্য়বস্থা করা হবে। অক্সিজেনের দাম নিয়ন্ত্রণে রাখতে নজর দেওয়া হচ্ছে। রাজ্যে ৯৩ লক্ষ মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। করোনা নিয়ে আতঙ্কিত হবেন না। আরও ১ কোটি ভ্যাকসিন চেয়েছি। সঙ্কটজনক হলে তবেই হাসপাতালের ভর্তি। মৃদু উপসর্গ থাকলে সেফ হাউসে থাকুন। কোভিডের সঙ্গে লড়াইয়ে আমরা পিছুপা হব না। আমরা মনে করি এটা একটা ঝড়। করোনা রোগীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের ব্যবস্থা করার ভাবনা চিন্তা করা হচ্ছে। ভ্যাকসিন নিয়ে ব্যবসা করবেন না। রাজ্যে এখনই লকডাউন নয়। লকডাউন হলে মানুষ দুর্ভোগ পোহান।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram