WB Police Constable Recruitment: কনস্টেবল পদে নিয়োগ নিয়ে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের, ৫ বিক্ষোভকারীর সঙ্গে কথা DC সাউথের
ভবানী ভবনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। কনস্টেবল পদে চাকরিপ্রার্থীরা বিক্ষোভে সামিল হয়েছেন। অবিলম্বে চাকরিতে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। রাজ্য পুলিশের সদর দফতরের দরজা কার্যত অবরুদ্ধ করে বিক্ষোভ চলছে। প্রায় পৌনে ১২টা থেকে বিক্ষোভ শুরু হয়েছে, এখনও চলছে। পাঁচজনকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে আলিপুর থানায়। সেখানে ডিসি সাউথ তাঁদেরকে বসিয়ে বোঝাচ্ছেন বলে জানা যাচ্ছে। এক বিক্ষোভকারী বলেন, "২৭ জানুয়ারি সকাল ১১টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সমস্ত অফিসিয়াল ডকুমেন্ট রেডি করার পরে ৬টা ১৫ নাগাদ আমাদের ফিরিয়ে দেওয়া হয়। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরেও ফিরিয়ে দেওয়া হয় আমাদের। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বিষয়টির নিষ্পত্তি করার জন্য। কিন্তু এখনও বিষয়টির নিষ্পত্তি হয়নি। আমাদের দ্রুত জয়েনিংয়ের দাবিতে আন্দোলন করছি।" অপর একজন বলেন, "যাঁরা পাশ করেছেন, এই রিক্রুটমেন্টের সবার অধিকার আছে। সাড়ে ৬ হাজার নিয়োগের মধ্যে কেন শুধুমাত্র ২ হাজার নিয়োগ করা হল? বাকিরা কি আমরা পরীক্ষায় পাশ করিনি? আমাদের কে নিয়োগপত্রও দেওয়া হয়েছিল।"