Weather Update: দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি, পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর-পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তা ক্রমশ সরে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করবে। এর জেরে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী দু-দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ ও আগামীকাল কলকাতায় বৃষ্টি কমবে। আজ ও কাল পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিকে সরকারি নথি জাল করে ভুয়ো আইএএস (Fake IAS) পরিচয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভ্যাকসিনেশন ক্যাম্প (Vaccination Camp) চালানোর অভিযোগ। কসবার রাজডাঙা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দেবাঞ্জন দেব আনন্দপুর থানা এলাকার মাদুরদহের বাসিন্দা। গতকাল কসবা (Kasba) থানার পুলিশ এই অভিযোগ পায়। অভিযোগ, যে ভ্যাকসিনেশন ক্যাম্প চালানো হচ্ছে, সেখানে টিকাকরণের পর প্রয়োজনীয় নথি দেওয়া হচ্ছে না। একজনের সন্দেহ হওয়ায় কসবা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গেলে জানতে পারে, সরকারি নথি জাল করে ভুয়ো আইএএস পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছিল। ইতিমধ্যেই দেবাঞ্জন দেবকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাঁকে আলিপুর আদালতে (Alipore Court) পাঠানো হবে। এর সঙ্গে আর কারা কারা যুক্ত আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।