Webinar: মহাকাশ গবেষণায় কোথায় দাঁড়িয়ে ভারত? আলোচনা কলকাতার ইন্সটিটি‍উট অফ পালমোকেয়ারে | Bangla News

Continues below advertisement

মহাকাশ গবেষণায় কোথায় দাঁড়িয়ে ভারত? রবিবাসরীয় সন্ধ্যায় তা নিয়ে হল ওয়েবিনার। ইন্সটিটি‍উট অফ পালমোকেয়ারের উদ্যোগে ওয়েব কনফারেন্সে অংশ নেন মহাকাশ গবেষণা সংস্থার পদস্থ কর্তারা। বিশ্বের নিরিখে মহাকাশ গবেষণায় কোথায় দাঁড়িয়ে ভারত? মহাকাশ গবেষণায় কতটা অগ্রগতি হয়েছে এই দেশের? ভবিষ্যৎই বা কী?

করোনা আবহের মধ্যে বিশ্ব মহাকাশ সপ্তাহে এই নিয়েই আলোচনা হল ভার্চুয়াল মাধ্যমে। কলকাতার ইন্সটিটি‍উট অফ পালমোকেয়ারের উদ্যোগে, অনুষ্ঠিত হল ওয়েবিনার। আয়োজক ফুসফুস বিশেষজ্ঞ পার্থসারথি ভট্টাচার্য। পালমোকন-২০২১ নামে ওয়েব কনফারেন্স শুরু হয়েছে গত ১২ সেপ্টেম্বর। প্রতি রবিবার চলছে আলোচনা। রবিবাসরীয় পঞ্চমীর সন্ধেয়, পঞ্চম ওয়েবিনারের বিষয়বস্ত ছিল - মহাকাশ গবেষণা। ভারত থেকে পাঠানো উপগ্রহ কীভাবে যোগোযোগের মাধ্যম হিসাবে কাজ করছে, মানব কল্যাণে তার ভূমিকা কী, তা নিয়ে ওয়েবিনারে বক্তব্য রাখেন অ্যান্ট্রিক্স কর্তা রাকেশ শশীভূষণ। মহাকাশে মানববাহী ‘গগনযান’ পাঠানোর কথা ঘোষণা করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সেই গগনযানের প্রস্তুতির কথাও উঠে আসে এদিনের সেমিনারে। ভার্চুয়াল আলোচনা সভা পরিচালনা করেন এয়ারোস্পেস-এর আধিকারিক শান্তনু ভৌমিক।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram