West Bengal Elections 2021: রুজিরাকে জিজ্ঞাসাবাদের পর মিলিয়ে দেখা হবে মেনকার বয়ান
কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে রবিবারই নোটিস দিয়েছিল সিবিআই। সোমবার সকালে সিবিআইয়ের গোয়েন্দারা পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার বাড়িতে। প্রায় পৌনে তিনঘণ্টা ধরে চলল ম্যারাথন জিজ্ঞাসাবাদ। অন্যদিকে, এদিনই অভিষেকের স্ত্রীর উত্তর পৌঁছল সিবিআইয়ের অফিসে। যেখানে যুব তৃণমূল সভাপতির স্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার গোয়েন্দারা তাঁর বাড়িতে আসতে পারেন। নরেন্দ্র মোদির সভার আগে, সকাল থেকে গোটা রাজ্যের নজর আটকে ছিল এদিকেই। সোমবার সকাল ১১.৫০ নাগাদ পঞ্চসায়রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর যে আবাসনে থাকেন, সেখানে পৌঁছোন দুই মহিলা অফিসার-সহ আটজন সিবিআই অফিসার। কিন্তু, আবাসনে ঢোকা নিয়ে শুরু হয় টানাপোড়েন।
সিবিআইয়ের গাড়ি দেখেও আবাসনের নিরাপত্তারক্ষীরা গেট খোলেননি। শেষমেশ সিবিআই অফিসাররা গাড়ি থেকে নেমে হেঁটে আবাসনে ঢোকেন। সিবিআই সূত্রে দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের কাছে জানতে চাওয়া হয়, তাঁর ক’টি পাসপোর্ট রয়েছে? ক’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে? এদেশে ক’টি এবং বিদেশে ক’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? বিদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য আছে? লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়েও তাঁর কাছে তথ্য চাওয়া হয় বলে সিবিআই সূত্রে দাবি।