Rudranil Ghosh-র বিরুদ্ধে সরকারের কাছে তদন্তের সুপারিশ ক্রেতা সুরক্ষা দফতরের

Continues below advertisement

২ সপ্তাহ হল তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। এবার তাঁর বিরুদ্ধে রাজ্য সরকারের কাছে তদন্তের সুপারিশ করল ক্রেতা সুরক্ষা দফতর (Consumer Affairs Department)। রাইট টু পাবলিক সার্ভিসের কমিশনার পদ নিয়ে এক ব্যক্তির চিঠিকে হাতিয়ার করে এই পদক্ষেপ করা হয়েছে। ২০১৫ সালে রাইট টু পাবলিক সার্ভিসের (Right to Public Service) কমিশনার করা হয় রুদ্রনীল ঘোষকে। পদের জন্য বেতন হিসেবে মাসে ২.৫ লক্ষ টাকা পেতেন তিনি। গতবছর ডিসেম্বর মাসে তাঁর মেয়াদ শেষ হয়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram