West Bengal Elections 2021: আজই কি তবে বাম-কংগ্রেস-আইএসএফ জটের অবসান?
Continues below advertisement
দোরগোড়ায় ভোট। তার আগে কংগ্রেস-আইএসএফ (Congress-ISF) বরফ কি গলল? জোটের জট কি পুরোপুরি কাটল? ৮ মার্চ সংযুক্ত মোর্চার প্রার্থী তালিকা ঘোষণার আগে এই প্রশ্নটা ক্রমেই জোরাল হচ্ছে। এই অবস্থায় সিপিএম (CPM) উদ্যোগ নিয়েছে কোন দল কত আসনে লড়বে, বৃহস্পতিবার একসঙ্গে বসে তা ঘোষণা করতে। বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) ফোন করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra)। সূত্রের দাবি, সূর্যকান্ত অধীরকে বলেন সমস্যা মিটে গেছে। বৃহস্পতিবার যৌথ সাংবাদিক বৈঠক করা যেতে পারে।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Kolkata Suryakanta Mishra Adhir Chowdhury Biman Bose Abbas Siddiqui Mamata Banerjee Left-Congress-ISF