West Bengal Elections 2021: আজই কি তবে বাম-কংগ্রেস-আইএসএফ জটের অবসান?

দোরগোড়ায় ভোট। তার আগে কংগ্রেস-আইএসএফ (Congress-ISF) বরফ কি গলল? জোটের জট কি পুরোপুরি কাটল? ৮ মার্চ সংযুক্ত মোর্চার প্রার্থী তালিকা ঘোষণার আগে এই প্রশ্নটা ক্রমেই জোরাল হচ্ছে। এই অবস্থায় সিপিএম (CPM) উদ্যোগ নিয়েছে কোন দল কত আসনে লড়বে, বৃহস্পতিবার একসঙ্গে বসে তা ঘোষণা করতে। বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) ফোন করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra)। সূত্রের দাবি, সূর্যকান্ত অধীরকে বলেন সমস্যা মিটে গেছে। বৃহস্পতিবার যৌথ সাংবাদিক বৈঠক করা যেতে পারে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola