Women's Day 2021 ABP Live Exclusive : পাশে থাকুক ভরসার হাত, নারীদিবস একদিন নয়, সবদিন

Continues below advertisement

চাই না ভিড় বাসে অযাচিতভাবে কেউ গায়ে হাত দিক। চাই না রাতে বাড়ি ফেরার সময় ফলো করুক কেউ। কী পরেছো, কী খাচ্ছ, কোথায় যাচ্ছ, চাই না সবসময় এই প্রশ্ন ছুড়ে দিক কেউ। চাই না সবসময় শরীরে ঘুরুক লোলুপ কিছু চোখ। চাই রোজকার বাড়ি ফেরার রাস্তাটা আরও নিরাপদ হোক। চাই পাশে থাকুক ভরসার হাত। রোজ রোজ। সবদিন হয়ে উঠুক নারীদের দিন। নারীদের নিরাপদ থাকার দিন। ভালো থাকি, একদিন নয়, সবদিন।
By - শাল্মলি বসু, নিবেদিতা বন্দ্যোপাধ্যায়

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram