Yaas Cyclone Update: ল্যান্ডফল থেকে প্রায় ২০০ কিমি দূরে থাকায় কম প্রভাব কলকাতায়: আবহবিদ সুগত হাজরা

Continues below advertisement

নির্ধারিত সময়ের আগেই ওড়িশার বালেশ্বরে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ইয়াস। সকাল সোয়া ৯টা নাগাদ শুরু হয় ল্যান্ড ফল। ৩ ঘণ্টা ধরে এই ল্যান্ড ফল চলবে। ল্যান্ড ফলের সময় সাইক্লোনের আই অংশটি ঢুকতে শুরু করে স্থলভাগে। এই মাঝের অংশটি ঢোকার সময় ঝড়ের বেগ ও বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যায়। টেল অংশটি অতিক্রম করে যাওয়ার সময় ফের ঝড়ের দাপট বাড়বে। বাড়বে বৃষ্টি।আজ সকালে সাইক্লোনের ক্লাউড ওয়াল ঢুকতে শুরু করায় ঝোড়ো হাওয়ার তাণ্ডব শুরু হয়। সঙ্গে তুমুল বৃষ্টি। । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফির অধ্যাপক সুগত হাজরা সুগত হাজরা বলেন, ‘ল্যান্ডফল থেকে প্রায় ২০০ কিমি দূরে রয়েছে কলকাতা (Kolkata)। উপকূল এলাকার থেকে অনেকটাই কম হবে প্রভাব। ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝড় বইবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram