YO CUP: সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের ক্রিকেট অ্যাকাডেমিতে শুরু হল ইয়ো কাপ
ভোটের ময়দানে এখন ট্রেন্ডিং ‘খেলা হবে’ স্লোগান।
মাঠে-ময়দানের খেলাতেও ধীরে ধীরে ফিরছে সেই পুরনো মেজাজ। বিবেকানন্দ পার্কে সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের ক্রিকেট অ্যাকাডেমিতে মঙ্গলবার থেকে শুরু হল ইয়ো কাপ।
এবছর এই টুর্নামেন্ট ২৩ বছরে পা দিল। ইয়ো কাপে কোয়ার্টার ফাইনাল অবধি প্রতিটি ম্যাচে ৪০ ওভার করে খেলা হবে। সেমিফাইনাল এবং ফাইনালে খেলা হবে ৪৫ ওভার করে। ফাইনাল হবে একুশে মার্চ।
করোনা-আবহে গতবার এই টুর্নামেন্ট করা যায়নি। এখন ধীরে ধীরে ছন্দে ফিরছে জীবন। সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাডেমিতেও শুরু হল ইয়ো কাপ।