Khela Hobe: 'হোক খেলা, এ খেলায় যোগ দিতে হবে' ভোটমুখী বাংলায় বদলে গেছে সোনার তরীর খেলার আঙ্গিক!

Continues below advertisement

ভোটের (Election) আবহে সবার মুখে ‘খেলা হবে’ (Khela Hobe) স্লোগান। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congres) নতুন এই স্লোগান (Slogan) নিয়ে টানাটানি দলের নেতাদের মধ্যে। পাশাপাশি তাদের স্লোগান চুরির অভিযোগ উঠেছে বিজেপির(BJP) বিরুদ্ধে। একাধিক নেতা এই স্লোগানকে নিজের সৃষ্টি বলে দাবি করছেন। ৩ বছর আগে বোলপুরে (Bolpur) এক ঘটনায় তৎকালীন ডিএসপিকে সময় বেঁধে দিয়ে হুঁশিয়ারি দেওয়ার সময় তাঁর মুখে শোনা যায় ‘খেলা’র কথা। তাঁর দাবি, এই স্লোগান বীরভূমের জেলা তৃণমূলের সৃষ্টি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) সেই কৃতিত্ব বীরভূমকে (Birbhum) দিতে নারাজ। তাঁর দাবি, মাঠে বসে ২০ মিনিটে স্লোগান লিখেছিলেন তিনি। তাঁকে সমর্থন করেছেন মদন মিত্র (Madan Mitra)। অন্যদিকে ‘টুম্পা সোনা’ (Tumpa Sona) গানটিকে বামেদের ব্যবহারের প্রসঙ্গে গানের পরিচালক অরিজিৎ সরকারের (Arijit Sarkar) বক্তব্য, গানটিতে কোনও রাজনৈতিক রঙ লাগুক, তা তিনি চাননি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram