লকডাউনের আবহে দুশ্চিন্তার প্রহর গুণছে কুমোরটুলি
Continues below advertisement
বাঙালির দুর্গাপুজোতেও করোনার ছায়া। কেটে গিয়েছে বাসন্তী ও অন্নপূর্ণা পুজো। এখনও পড়ে রয়েছে বিক্রি না হওয়া বহু প্রতিমা। বায়না হচ্ছে না দুর্গাপুজোর। বাতিল হচ্ছে বিদেশ থেকে আসা প্রতিমার অর্ডারও। স্পনসরের অনিশ্চয়তায় পুজো কমিটিগুলিও। সব মিলিয়ে আজ চোখের জলই সম্বল কুমোরটুলির।
Continues below advertisement
Tags :
Durga Puja In Bengal COVID-19 Live Durgapuja Kumartuli COVID19 Abp Ananda Coronavirus Pandemic Coronavirus